নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বিজেপিতে গোষ্ঠীদ্ব¨েµর অভিযোগ। কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে চালু করার দাবি সহ রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে কালনার নিভুজি মোড় থেকে বিজেপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শুরু হতেই বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে লাঠি নিয়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। যাঁদের মধ্যে দু’জন কালনা হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপির এক পক্ষের দাবি, টাকা খেয়ে বিজেপি জেলা সভাপতি পুরনো দিনের কর্মীদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখছেন। তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। আর তারই প্রতিবাদ করতে গিয়ে গোপাল চট্টোপাধ্যায়ের কর্মীরা তাঁদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ। আক্রান্ত দীপক বিশ্বাসের অভিযোগ, সত্যি কথা বলতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। অপরদিকে বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় দাবি করেন, বিজেপি জেলা সভাপতির কুশপুতুল পোড়ানো লোকেরা বিজেপি হতে পারেন না, আর পার্টির মধ্যে বিক্ষোভ দেখিয়ে কোনও লাভ নেই। বিজেপির দুই গোষ্ঠীর দ্ব¨µ বলে দাবি করলেও,উচ্চ নেতৃত্ব এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।