প্রশাসনের নির্দেশ ছাড়াই মেমো নম্বর দিয়ে ১০০ দিনের প্রকল্পের কাজ করার অভিযোগ ইংরেজবাজারে

জেলা প্রশাসনের নির্দেশ ছাড়াই মেমো নম্বর দিয়ে ১০০ দিন প্রকল্পের কাজ করার অভিযোগ উঠেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে । বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে প্রশাসনের কর্তারা। আর এই ঘটনার পর সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলাশাসক এবং ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী।

উল্লেখ্য, সম্প্রতি একশো দিন প্রকল্পের কাজ নিয়ে অনেক অভিযোগ জমা পড়েছে জেলাশাসকের দপ্তরে। অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী ও ১০০ দিন প্রকল্পের নোডাল অফিসার অভিষেক চক্রবর্তীকে ঘটনার তদন্তের নির্দেশ দেন মালদার জেলা শাসকের রাজর্ষি মিত্র। সেই তদন্ত রিপোর্টে জেলাশাসক জানতে পারেন ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুয়ো মেমো নাম্বার দিয়ে ১০০ দিনের প্রকল্পের কাজ চলছে। যা পুরোপুরি বেআইনি। জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া ১০০ দিনের প্রকল্পের কোনও কাজ করা যায় না বলে দাবি জেলাশাসকের। এরপরই ইংরেজবাজারের বিডিওকে এফ আই আর করার নির্দেশ দেন মালদার জেলাশাসক। যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজারের বিডিও।

যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পঞ্চানন মণ্ডল জানিয়েছেন, এব্যাপারে তার কিছু জানা নেই।  তিনি ছয় মাস হল এখানে কাজে যোগ দিয়েছেন। ফলে এ ব্যাপারে তিনি কিছু মন্তব্য করেননি।জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ১০০ দিনের কাজপ্রকল্প গুলির তদন্তে নেমে এই তথ্য সামনে আসার পর বিডিওকে এফ আই আরের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। পাশাপাশি প্রশাসন তদন্ত করছে।

জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী জানিয়েছেন,  যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কারো স্বাক্ষর জাল করেছে। তার তদন্ত প্রশাসনের এক্সপার্টরা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =