আইএসএফ কর্মীদের বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ

বাসন্তী : রাতের অন্ধকারে আই এস এফ কর্মীদের বাড়ি চড়াও হয়ে ব্যাপক ভাংচুর ও মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে বাসন্তীর খিরিশখালি গ্রামে। ঘটনায় দুই মহিলা সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মী জখম হয়েছেন।

আহত দুই মহিলা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে সোমবার বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হলেও পুলিশ এদিন বিকেল পর্যন্ত কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত বারোটা নাগাদ আচমকাই একদল দুষ্কৃতী মাফিজুল সর্দার, ইছা সর্দারদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমা ফাটার ঘটনায় ঘর থেকে বেরিয়ে আসতেই তাঁদের বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় থাকলে কোনও ভাবেই আইএসএফ দল করা যাবে না বলে হুমকি দেওয়া হয় তাঁদেরকে। মাফিজুল বলেন, যেহেতু আমরা আইএসএফ দল করি সেই কারণে এভাবে আমাদের উপর হামলা হয়েছে। বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। বোমা,বন্দুক দিয়ে ভয় দেখানো হয়েছে, মারধর করা হয়েছে আমাদের।

যদিও আইএসএফ কর্মীদের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাসন্তী ব্লক তৃণমূলের অন্যতম নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য রাজা গাজী। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনার পিছনে তৃণমূলের কোনও হাত নেই। তৃণমূল দল বাসন্তীতে যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় রেখে সংগঠন চালাচ্ছে। যারা এই অভিযোগ করছে তাঁরা মিথ্যা প্রচারের জন্য এই মিথ্যা অভিযোগ করছে।” ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =