নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিজেপির পোস্টার ও পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ছিলিমপুর গ্রামে। বিজেপির অভিযোগ, ছিলিমপুর গ্রামজুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের সমর্থনে লাগানো হয় ফেস্টুন ও পতাকা। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুÜৃñতীরা সেই সব ফেস্টুন ও পতাকা ছিঁড়ে ফেলে বলে দাবি বিজেপির।
বুধবার সকালে ছেঁড়া ফেস্টুন ও পতাকা নজরে আসে স্থানীয় কর্মীদের। এর ফলে সাময়িক উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, তৃণমূল বুঝে গিয়েছে গ্রামগঞ্জের মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। তাই এখন বিরোধীদের কী ভাবে বাধা দেওয়া যায়, সেই চেষ্টা করতে ফেস্টুন পতাকা ছিঁড়ে ফেলার রাজনীতি করতে নেমেছে। তৃণমূল বিজেপির দাবি উড়িয়ে দিয়ে এই ঘটনাকে গেরুয়া শিবিরের নাটক বলে কটাক্ষ করেছে। তৃণমূলের দাবি বিজেপির লোকজন নেই, তাই এইসব মিথ্যে কথা বলে বাজার গরম করতে চাইছে।