জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে ফের রাজনীতির যোগের অভিযোগ

কলকাতা : জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের নেপথ্যে রাজনীতির যোগ রয়েছে বলে আগেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ‘প্রমাণ-সহ’ তারা শুক্রবার ফের সেই জোরালো দাবি করলো।

বিজেপি নেত্রী তথা প্রাক্তন মডেল পামেলা গোস্বামীকে বুধবার দেখা গিয়েছে চিকিৎসকদের ধরনা মঞ্চে। এবার দেখা গেল বিজেপির যুব মোর্চার উত্তর কলকাতার জেলা সভাপতিকে। অন্তত এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের।

কুণাল ঘোষ এক্সবার্তায় চারটি ছবি যুক্ত করে লিখেছেন, “অরাজনৈতিক।

জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে এরা…।

কাদের মদতে, প্ররোচনায়, কোন সুতোর টানে তিন চারজন নেতা সেজে জুনিয়র ডাক্তারদের ভুল বুঝিয়ে জটিলতা বহাল রাখতে চাইছে, দেখুন, বুঝুন। জুনিয়র ডাক্তারদের ধরণায় বিজেপির যুব মোর্চার উত্তর কলকাতা জেলা সভাপতি সুবোধ দাস, সদলবলে, রসদসহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =