‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ফর্ম পূরণ করিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ভাটপাড়ায়

ব্যারাকপুর : আদর্শ নির্বাচন বিধি জারি থাকা সত্ত্বেও ফর্ম ফিলাপ চলছে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ও বিধবা ভাতার। ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে বুধবার সকাল থেকেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে ফেরি ঘাট সন্নিহিত তৃণমূলের কার্যালয়ে ভিড়ও জমান বাসিন্দারা। জানান, তাঁরা কেউ লক্ষ্মী ভাণ্ডার পেতে, কেউ আবার বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার সুবিধা পেতে তৃণমূলের কার্যালয়ে এসেছেন। অভিযোগ উঠেছে, আদর্শ নির্বাচন বিধিকে অমান্য করেই ভোটারদের প্রভাবিত করতে এসব করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অথচ নির্বিকার নির্বাচন কমিশন।
নির্বাচন বিধি লঙ্ঘন করে জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে লক্ষ্মী ভাণ্ডার-সহ অন্যান্য প্রকল্পের ফর্ম ফিলাপের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। টুইটও করেন এ নিয়ে। তাঁর দাবি, ‘দিদিমণি ১৩ বছর মানুষের জন্য কিছুই করেনি। অথচ নির্বাচন বিধি অমান্য করে ভোটের চারদিন আগে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিলাপ করানো হচ্ছে। পরিষেবা দেওয়ার নাম করে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে।’ অর্জুন সিংয়ের অভিযোগ, নির্বাচন কমিশনের পরিকাঠমো পুরো ব্যর্থ। নির্বাচন বিধি লঙ্ঘন করা সত্ত্বেও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। বিজেপি প্রার্থীর দাবি, ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এসব করছে। ওরা ভোটারদের প্রভাবিত করছে। যদিও এপ্রসঙ্গে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ‘ফর্ম ফিলাপ করা যেতে পারে। ফর্ম ফিলাপ তো প্রক্রিয়া। কিন্তু এটা কার্যকর নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =