অবৈধ ভাবে দামোদরের বালি ভিন রাজ্যে পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: অণ্ডালে দামোদর নদ থেকে বালি পাচার চলছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। অভিযোগ, দামোদর নদের মদনপুর ও নূপুর ঘাট থেকে অবৈধ ভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছে। মদনপুর ও সংলগ্ন নূপুর এলাকায় নদীঘাট থেকে অবাধে চলছে বালি তোলা ও পাচারের কাজ। এমনকী, নদীঘাটে সারি সারি ট্রাক্টর ও ট্রাক দাঁড়িয়ে থাকে বলেও অভিযোগ। জেসিবি মেশিন ও পাম্পের সাহায্যে নদ থেকে তুলে ঘাটের পাড়ে সেই বালি মজুত করা হচ্ছে। প্রতিদিন রাতের বেলা থেকে সকাল আটটা, ন’টা পর্যন্ত এইভাবে বালি তুলে মজুত করার কাজ চলে বলে অভিযোগ। আরও অভিযোগ, বেলা গড়িয়ে সন্ধ্যা নামার পর মজুত করা বালি পাচার করা হচ্ছে ট্রাক ও ট্রাক্টরে লোড করে। নদীঘাট থেকে বালিবোঝাই গাড়িগুলি টপ লাইন হয়ে জাতীয় সড়ক ধরে চলে যায় বর্ধমান, কলকাতা সহ জেলা ও জেলার বাইরে বিভিন্ন গন্তব্যে। স্থানীয় বালি মাফিয়ারা সংগঠিত ভাবে অবৈধ পাচারের কাজ চালাচ্ছে বলে এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ।
বিষয়টি নিয়ে সিপিএম নেতা তুফান মণ্ডলের দাবি, স্থানীয় বালি কারবারিরা কিছুদিন চুপ থাকার পর ফের পাচারের কাজে সক্রিয় হয়ে উঠেছেন। প্রশাসন বিষয়টি নিয়ে নীরব। তাই প্রশাসনের ভূমিকাও সন্দেহজনক বলে দাবি করেন তুফানবাবু। বিজেপির রানিগঞ্জ বিধানসভার কনভেনার জয়ন্ত মিশ্র বলেন, ‘অবৈধ বালি পাচার বন্ধ করার দাবিতে দলের পক্ষ থেকে আমরা অনেকবার পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে ডেপুটেশন দিয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।’ অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর) অরণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিষয়টি স্থানীয় ব্লক (অন্ডাল) ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে বলছি যে, ঘাটগুলি থেকে বালি পাচারের অভিযোগ আসছে সেই জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে ব্যবস্থা নিতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =