নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা গলসির শিল্যা ঘাটে অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, অবৈধ বালি তুলে নিয়ে যাওয়ার জন্য জোর করে গ্রামবাসীদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করার কাজ চলছে। আটকাতে গেলে বেশ কিছু তৃণমূলের নেতাদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। এই বিষয়ে প্রশাসনিক দপ্তরের বিভিন্ন জায়গায় অভিযোগ জানান গ্রামবাসীরা। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং শিররাই গ্রাম পঞ্চায়েতের ৫০টি গ্রামের বাসিন্দারা আতঙ্কিত।
যাঁরা রাস্তা নির্মাণ করছেন তাঁরা এই বিষয়টি অস্বীকার করেন। তাঁরা উলটে দাবি করেন, সমস্ত কাজ প্রশাসনের নিয়ম-বিধি মেনেই হচ্ছে। এলাকার মানুষের দাবি, প্রশাসনের ওপর ভরসা রয়েছে। তবে যে ভাবে বালি তোলার কাজ চলছে, তাতে আগামী দিন বন্যা এলে, যখন তখন গ্রাম ভেসে যেতে পারে। জমির ও™র বেশ কিছু গাছও কেটে দেওয়া হয়েছে এবং ছোট ছোট গাছের চারা নষ্ট করে দেওয়া হয়েছে। তার ওপর চলছে অবৈধ ভাবে রাস্তা নির্মাণের কাজ। আর তার ওপর দিয়েই বড় বড় বালির গাড়ি যাবে। ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। এক্ষেত্রে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।