নদিয়া : ফার্মেসির মধ্যে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। শুধু তাই নয়, ব্ল্যাকমেলও করা হতো বলে অভিযোগ মহিলাদের।
তাকে কেন্দ্র করে সরগরম শান্তিপুর থানার ফুলিয়া এলাকা। এলাকাবাসীর নিশানায় খোদ ‘ডাক্তারবাবু’। সোমবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে করে ফার্মেসির মালিককে আটক করে পুলিশ।
সোমবার সকালে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকজন। তাঁদের অভিযোগ, ওই ফার্মেসিতে চেম্বার করা চিকিৎসক অমিয় দাসের সঙ্গে একাধিক মহিলার আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ফার্মেসিতে আরও অনেক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছেন তিনি, অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগে রীতিমতো উত্তাল হয় পরিস্থিতি। ফার্মেসির বাইরে প্রায় শ’খানেক লোক জমা হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, ফার্মেসির মালিকও ওই চিকিৎসকের সঙ্গে কুকর্মে লিপ্ত।
এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই ফার্মেসির মালিককে আটক করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হবে।