মালদা: লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই বিজেপির মিছিলকে ঘিরে চরম বিশৃঙ্খলার অভিযোগ তুলল এসইউসিআই। জেলা প্রশাসনিক ভবনের সামনেই এসইউসি-এর কর্মীদের হেনস্তা এবং মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হলেন সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে এই দুই দলের বাকবিতণ্ডা থামাতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীদের। কিছুক্ষণের জন্য তুমুল উত্তেজনা তৈরি হয় জেলা প্রশাসনিক ভবনের সামনে। দুই দলের প্রার্থীরাই এদিন মনোনয়নপত্র জমা দিতে এসেই এই অস্থির পরিস্থিতি তৈরি করে বলে অভিযোগ। যদিও পরে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এসইউসিআই-এর অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির কর্মী সমর্থকরা তাদের দলের কর্মীদের হেনস্তা করেছে এবং মহিলাদের গায়ে হাত দিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ছিল মালদায় মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন। এদিন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু মনোনয়নপত্র জমা দিতে আসেন। তার সঙ্গে এদিন কয়েকশ কর্মী ও সমর্থকেরা ছিলেন। যদিও বিজেপির মনোনয়ন জমা দেওয়ার পূর্বেই জেলা প্রশাসনের প্রথম গেটেই দিয়ে আসার কথা থাকলেও দলীয় প্রার্থী অধিকাংশ কর্মী ও সমর্থকদের নিয়ে ফোয়ারা মোড় সংলগ্ন অপর গেট দিয়ে প্রবেশ করে। আর সেখানেই আগে থেকেই এসইউসিআই-এর প্রার্থীর সমর্থনে বেশকিছু কর্মী ও সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন। আর তারপরেই দুই পক্ষের মধ্যে স্লোগানকে ঘিরে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা।
এসইউসিআই-এর মালদা জেলার সম্পাদক গৌতম সরকার বলেন, এদিন আমাদের দলের উত্তর এবং দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। তাদের সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন। কিন্তু হঠাৎ করেই জেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় গেটে একদল বিজেপির কর্মী আমাদের মহিলাদের গায়ে হাত দেয় এবং অশালীন আচরণ করে। সেই মুহূর্তে প্রতিবাদ করলে তখনই বিজেপির কর্মীরা আমাদের মারমুখী হয়ে ওঠে। সামনে পুলিশ দাঁড়িয়ে গোটা ঘটনা দেখছিল। তখনই আমরা বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ এসে পাল্টা আমাদেরই শাসাতে থাকে। এখন থেকেই বিজেপির কর্মীদের এরকম আচরণ থাকলে, নির্বাচনে এরা কি করবে তা ভেবেই আমরা এখন থেকে আতঙ্কিত হয়ে পড়েছি। নির্বাচন কমিশনের কাছে এই ঘটনার ব্যাপারে অভিযোগ জানানো হবে।
এদিকে এ প্রসঙ্গে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওদের আগেই আমরা প্রশাসনিক ভবনের বাইরে নির্দিষ্ট জায়গায় মিছিল শেষ করি। এবং নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কয়েকজন মিলে প্রবেশ করছিলাম। অনেক ভিড় জমে গেছিল। ফলে পুলিশ ব্যারিকেটের সামনে থেকে ভিড় ফাঁকা করার চেষ্টা চালাচ্ছিল। দলের কোনও সমর্থক কারোর সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার করেননি। যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।