মিনাখা : উত্তর ২৪ পরগনার মিনাখা বিধানসভার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকায় পঞ্চায়েত প্রধান মল্লিকা মন্ডলের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মিনাখার বিধায়িকা ঊষারাণী মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডলের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
প্রধান মল্লিকা মন্ডল জানান, তাদের বাড়ির মূল গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে ইট-বৃষ্টি করা হয়, দুটি বাইক ভাঙচুর করা হয় এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়।
হামলার কারণ হিসেবে মল্লিকা মন্ডল দাবি করেন, এলাকায় মেছো ঘেরি নিয়ে পূর্ব থেকে থাকা বিরোধের জেরেই এই আক্রমণ চালানো হয়েছে। বাড়ির মালিক শুভেন্দু মন্ডল এবং স্থানীয় বিজেপি নেতা পলাশ সরকারও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে।