নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: বিদ্যালয় থেকে মিড ডে মিলের চাল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পানাগড় বাজার হিন্দি হাইস্কুলে।
রবিবার সকালে একটি টোটোয় করে বিদ্যালয়ের ভিতর থেকে চালের বস্তা বার করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা দেখতে পেয়ে টোটোটিকে আটকে রাখেন বলে দাবি। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। টোটোচালক সহ চাল বোঝাই টোটো ও বীরভূমের এক চাল ব্যবসায়ীকে আটকে রাখেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরাই এই চাল পাচারের সঙ্গে যুক্ত।
তাঁদের দাবি, রবিবার ছুটির দিন হওয়ায় সকলের নজর এড়িয়ে চাল পাচার করা হচ্ছিল। বীরভূমের ইলামবাজারের শেখ বাবু নামের এক চাল ব্যবসায়ী জানিয়েছেন, তাঁকে চাল বিক্রি আছে বলা হয়েছিল। সেই মতো একটি টোটো ভাড়া করে স্কুলের ভিতরে চাল নিতে আসেন বলে তাঁর দাবি। কিন্তু দামদর কিছুই হয়নি বলেও দাবি তাঁর। যিনি তাঁকে চাল বিক্রির কথা বলেছিলেন তিনি বিদ্যালয়ের স্টাফ কিনা তা তার জানা নেই বলে দাবি করেন তিনি।
খবর দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষকদের। ওই বিদ্যালয়ের মধ্যেই রয়েছে হিন্দি মাধ্যমের প্রাথমিক স্কুল। প্রাথমিক স্কুলের শিক্ষক সুশীল শর্মা জানিয়েছেন, তিনি এই বিষয়ে খবর পেয়ে ছুটে আসেন। তিনি দাবি করেন, তাঁদের স্টোর রুমে তালা লাগানো রয়েছে। অতএব তাঁদের বিভাগের চাল চুরি হয়নি। যা চুরি হয়েছে সেটা হাইস্কুলের স্টোর রুম থেকে। চুরির ঘটনায় সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং অভিভাবকরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা। তাঁর দাবি, এই ধরনের ঘটনা আজ প্রথম নয়। আগেও হয়েছে। তাঁর অভিযোগ,বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয়ে প্রতারণা করা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা সময় মতো আসেন না, যখন যার মন হয় চলে যান। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরাও যুক্ত বলে অভিযোগ তুলেছে বিজেপি।
পালটা বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য। তিনি ঘটনার সঙ্গে সরাসরি বিজেপি কর্মীরাই যুক্ত বলে দাবি করেছেন। তাঁর দাবি, ওই এলাকায় বিজেপি ভোটে জিতেছে স্বাভাবিক ভাবে ওই এলাকায় বিজেপির দাপট। যদিও এই ঘটনায় যাঁরা যুক্ত, তাঁদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অপর দিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসরে নামে কংগ্রেস। রবিবার বিকালে বিদ্যালয়ের সামনে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। কাঁকসা ব্লকের কংগ্রেসের সাধারণ সম্পাদকের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা পরিচালন সমিতির সদস্যদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।