নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা গায়েব হয়ে যাচ্ছে বলে অভিযোগ। কীভাবে যাচ্ছে, গ্রাহকরা তা বুঝে উঠতে পারছেন না বলেই দাবি। অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিটের মেসেজ পেয়ে থানায় ও ব্যাংকের দ্বারস্থ গ্রাহকরা। ব্যাংকের গচ্ছিত টাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের বেশ কয়েকজন গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে হাজার হাজার টাকা। অজান্তে অ্যাকাউন্ট থেকে মোটা টাকা ডেবিট হয়ে যাওয়ায় ব্যাংকের দ্বারস্থ হয়েছেন গ্রাহকরা। বিষ্ণুপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত ভাবে টাকা ফেরত ও তদন্তের দাবি জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা। তাঁদের দাবি, একটা রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে টাকা রেখে শান্তি নেই। বাংকের গচ্ছিত টাকা কী ভাবে অজান্তে তুলে নেওয়া হচ্ছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতারিত গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ, তাঁদের বায়োমেট্রিক হ্যাক করে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে হাজার হাজার টাকা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা। টাকা কী ভাবে ফেরত পাবেন এখন সেই চিন্তায় রাতের ঘুম ছুটেছে গ্রাহকদের।
এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যাংক সূত্রে জানা গিয়েছে, এমন অভিযোগ তারা পেয়েছে। সেই অভিযোগ সংশ্লিষ্ট স্থানে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।