দলের বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! ফেসবুক লাইভে বিস্ফোরক তৃণমূল নেতা পঙ্কজ

আবারো পূর্বস্থলী উত্তরের বিধায়কের নাম না করে ফেসবুক লাইভে বিস্ফোরক তোপ দাগলেন উপপ্রধান পঙ্কজ গাঙ্গুলি। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মহিলা স্বর্নিভর গোষ্ঠীদের লক্ষ লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগও তোলেন। সংঘ, মহাসংঘ, উপসংঘ নিয়ে যা চলছে, আমাদের এই ব্লকে বিডিও, বিধায়ক, বিডিও অফিসের কর্মীদের চোখের সামনে দুর্নীতিমূলক কাজ চলছে। রবিবার রাত সাড়ে ৯টার ফেসবুক লাইভে দু’জনের নামও বলেন পঙ্কজবাবু। তিনি বলেন, এই ফেসবুক লাইভ জানার পর হয়তো গভীর রাতেই সেই সব নথিপত্র পুড়িয়ে ফেলা হবে। আগামী কালের মধ্যে যদি ব্লক প্রশাসন আইনগত ব্যবস্থা না নেন। তবে, তথ্য সহ আমি দলের সুপ্রিমোর কাছে তা পাঠিয়ে দেব। কি ভাবে স্বনির্ভর গোষ্ঠীর ভুয়ো নথি তৈরি করা হত এবং আর কিভাবে গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারিত করা হয়েছে, তারও ব্যখ্যা করেন এদিন ফেসবুক লাইভে। পাশাপাশি পূর্বস্থলীতে ৯ অগস্ট তৃণমূলের রক্তদান শিবির ও রেলের মাঠে তৃণমূলের ভারতমাতা পুজোর নামে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়। যার কোনও হিসাব দলের কাউকে দেখানো হয়নি। আধিকাংশ টাকাটাই আত্মসাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পূর্বস্থলী ফায়ার বিগ্রেড করার নামেও মিথ্যা প্রচার করা হচ্ছে। এমনকী, পূর্বস্থলী দু’নম্বর ব্লক তৃণমূলের কার্যালয়ের জমি এবং কাঠামো তৈরির খরচ করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সামনেই পঞ্চায়েত ভোট, তাঁর আগে দলেরই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য এবং তথ্য সামনে আনায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দলের অন্দরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =