নিজস্ব প্রতিবেদেন, বাঁকুড়া: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও অশান্তি অব্যাহত রইল বাঁকুড়া জেলায়। বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ, সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয়। ছিঁড়ে ফেলা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মনোনয়ন সংক্রান্ত সমস্ত নথি। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার শুরুর দিন থেকেই বাঁকুড়া জেলার কোতুলপুরে বারবার অশান্তির অভিযোগ উঠেছে। শাসকদলের তরফে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ বারবার তুলেছে বিজেপি ও সিপিএম। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে বেশ কিছু বিজেপি কর্মী নমিনেশন জমা দেওয়ার উদ্দেশ্যে বিজেপির কোতুলপুর এক নম্বর মণ্ডলের দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখানে মনোনয়নপত্রের প্রয়োজনীয় নথিপত্র তৈরির করার কাজ চলছিল। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতীরা হাতে রড, লাঠি, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় দলীয় কার্যালয়ে। নির্বিচারে ভেঙে ফেলা হয় দলীয় কার্যালয়ের আসবাবপত্র। ব্যাপক মারধর করা হয় উপস্থিত বিজেপি কর্মীদের। বিজেপির দাবি, ঘটনায় ১৫ জনেরও বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। কোতুলপুর ব্লকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করার উদ্দেশ্যেই তৃণমূল এই হামলা চালিয়েছে বলে দাবি বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।