মুখ্যমন্ত্রীর নির্দেশে একসঙ্গে পদত্যাগ করলেন ওডিশা মন্ত্রিসভার সব মন্ত্রী

২৯ মে তিনবছর মেয়াদ পূর্ণ করেছে ওডিশার (Odisha) বিজু জনতা দল (BJD) সরকার। তার পরই নবীন পট্টনায়েক (Naveen Patnaik) সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত। শনিবার একযোগে পদত্যাগ করলেন ওডিশার মন্ত্রিসভার সব সদস্য। রবিবার মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে খবর।

জানা গিয়েছে, শনিবার নবীন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ সদস্য ইস্তফাপত্র জমা দিয়েছেন। রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা করেছেন তাঁরা। সূত্রের খবর, রবিবার বেলা পৌনে বারোটা নাগাদ মন্ত্রিসভার নয়া সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এনিয়ে ৫ দফা ওডিশার শাসনভার সামলাচ্ছেন নবীন পট্টনায়েকের দল। তার পরেও সে রাজ্যে বিজু জনতা দল অপ্রতিদ্বন্দ্বী। সদ্য সমাপ্ত উপনির্বাচনেও বড়সড় জয় পেয়েছে বিজেডি। তবে দলের একাধিক সদস্যদের বিরুদ্ধে সামান্য কিছু ক্ষোভের কথা সামনে এসেছে। কারোর বিরুদ্ধে দুর্নীতির তো কারোর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।লোকসভা ভোটের আগে সেই ক্ষোভ সামাল দিতেই এবার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করলেন বলেই খবর।

রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ওডিশায় পায়ের তলার মাটি আরও শক্ত করতে চাইছেন নবীন পট্টনায়েক। আর তাই মন্ত্রিসভায় এই রদবদল ঘটালেন তিনি। সূত্রের খবর, মন্ত্রিত্ব পেতে চলেছেন প্রদীপ অমত, লতিকা প্রধান, বদ্রীনারায়ণ পাত্র, অতনু সব্যসাচী নায়েক, বাসন্তী হেমব্রম, অশ্বিনী পাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =