কলকাতার সঙ্গে জড়িয়ে আছে ট্রামের নাম। অথচ এই কলকাতা থেকেই ট্রাম লাইন তুলে দেওয়ার কথা উঠেছে। আর এই প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার পরিবেশপ্রেমীরা। সম্প্রতি চারটি ট্রাম রুট ছাড়া বাকি ট্রাম লাইন তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে কলকাতা পুরসভা। আর এখানেই প্রশ্ন পরিবেশপ্রেমীদের। তাঁদের বক্তব্য, সারা পৃথিবীতে যখন দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের উপর জোর দেওয়া হচ্ছে, তখন কলকাতা থেকে কেন ট্রাম তুলে দেওয়ার পরিকল্পনা চলছে তা নিয়েই।
এই প্রসঙ্গে পরিবেশকর্মীরা জানাচ্ছেন, ‘ট্রাম কলকাতার গর্বই শুধু নয়, ট্রাম সবথেকে পরিবেশবান্ধব। ট্রাম তুলে দিলে কলকাতার দূষণ আরও বাড়বে। তাই মেয়রকে অনুরোধ করেছি, কলকাতা থেকে ট্রাম লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।’