নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ে বামপন্থী দখলদারী হঠিয়ে সিসি ক্যামেরা বসানো ও প্রাক্তনীদের হস্টেল ছাড়া করার দাবিতে শুক্রবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে তাঁরা বিক্ষোভ অবস্থান শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এইসব বামপন্থী ছাত্র সংগঠনের ছত্রছায়ায় থাকা পড়ুয়াদের নেতৃত্বেই বারংবার র্যাগিংয়ের ঘটনা ঘটছে। সিসি ক্যামেরায় নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও বাধা দিচ্ছে ওই বামপন্থী ছাত্র সংগঠনের পড়ুয়ারা। হস্টেলগুলি প্রাক্তনীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি থেকে প্রাক্তনীদের বহিষ্কার ও সিসি ক্যামেরা বসানো সহ বিভিন্ন দাবিতে এদিন এক ঘণ্টা প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কর্মীরা।