কলকাতা: পুজোর আগেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম। ইতহিাস বিজড়িত আলিপুর জেলের টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। আলিপুর জেলার ২১ ফুটের লাল রংয়ের দীর্ঘ প্রাচীরের ভেতরে কী আছে? তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সীমা নেই।সেই কৌতূহল নিরসনেই এবার মিউিজয়াম, আশপাশ ঘুরে দেখার ব্যবস্থা।
পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের উদ্বোধন করেন। ১৯০৬ সালে আদি গঙ্গার পাড়ে তৈরি হয়েছিল এই জেল। এই সংশোধনাগারের মধ্যেই একসময় বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধান চন্দ্র রায় থেকে শুরু করে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, রাধাচরণ পাল, প্রমোদ রঞ্জন চৌধুরীরা।
কেমন ছিল তাঁদের কুঠুরি? কীভাবে থাকতেন তাঁরা? ফাঁসির মঞ্চ কেমন ছিল? একবার এই জেলের অন্দরে ঢুকলেই দেখে নেওয়া যাবে সব ইতিহাস। এমনকী ব্রিটিশদের সেই সময়কার ওয়াচ টাওয়ারও রয়েছে সেখানে।বলা চলে, আন্দামানের সেলুলার জেলের মতোই সবকিছু ঘুরে দেখা যাবে।
শুধু মিউজিয়াম যদি দেখতে চান তো মাত্র ৩০ টাকা টিকিট কেটেই আপনি ঢুকতে পারবেন। তবে আপনি যদি লাইট ও সাউন্ড শো দেখতে চান তবে আলাদা করে ১০০ টাকার টিকিট কাটতে হবে।
প্রতি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকবে এই মিউজিয়াম। সোমবার বন্ধ এই মিউজিয়াম। দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে। আর আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তো প্রথম শো সন্ধে৭টা ও পরের শো রাত ৮টা।
আপনি চাইলেই সারাদিন এই মিউজিয়ামের ভেতরেই কাটাতে পারবেন। ভেতরেই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কফি হাউস থেকে শুরু করে ফুড জোন রয়েছে। সবমিলিয়ে ইতিহাসের স্বাদ নিতে ঘুরে আসতেই পারেন আলিপুর মিউজিয়ামে।