রবিবার থেকেই শুরু হবে ঝড়-বৃষ্টির তাণ্ডব, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে, রবিবার থেকে কলকাতাতেও শুরু হবে তুমুল বৃষ্টি। সোমবার এবং মঙ্গলবার এই বৃষ্টি আরও বাড়বে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এও জানাো হয়েছে, শুধু কলকাতা নয়, রবিবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে রাজ্যের আরও সাত জেলায়। বৃষ্টির দাপটে নাজেহাল হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। আর এই বৃষ্ট চলবে বুধবার পর্যন্ত।
এই বৃষ্টিপাতের কারণ হিসেবে জানানো হয়েছে, আগামী ৩০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে চলেছে। এই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোবে। এছাড়া, ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়। এদিকে আবার মৌসুমী অক্ষরেখা তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গে হবে এই বৃষ্টিপাত। শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার আকাশ ছিল মূলত পরিষ্কার-ই। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পারদ কর্মশই চড়তে শুরু করে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করেছে ৩৯ থেকে ৯০ শতাংশের মধ্যে।