মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন আলিয়া

হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন আলিয়া। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়লেন দু’জনে।

এদিন বাড়ি যাওয়ার সময় আলিয়ার পাশে বসে মেয়েকে কোলে নিয়ে গাড়িতে বসেছিলেন রণবীর। তবে চারদিন বয়সি মেয়ের মুখ দেখতে পেলেন না কেউই। গাড়ির জানালা বন্ধ ছিল। রণবীর-আলিয়া এবং তাঁদের একরত্তি সন্তানকে একবার দেখার জন্য হাসপাতালের বাইরে ভিড় ছিল। কালো পোশাকে দেখা গিয়েছে আলিয়াকে। স্ত্রী ও সন্তানকে আগলে বাড়ি ফেরেন রণবীর।

প্রসঙ্গত, গত রবিবার মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =