আর্থিক প্রতারণার অভিযোগ, আলিয়া ভাটের প্রাক্তন সহকারী গ্রেফতার

মুম্বই : টাকা জালিয়াতির অভিযোগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে গ্রেফতার করেছে জুহু থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভাটের প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে সই জাল করে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

গত জানুয়ারি মাসে আলিয়া ভাটের মা সোনি রাজদান মুম্বইয়ের জুহু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, ২০২২ সালের মে থেকে ২০২৪-এর অগাস্ট মাস পর্যন্ত বেদিকা শেট্টি নামের মহিলা, যিনি আলিয়ার সহকারী হিসেবে কাজ করতেন প্রায় ৭৭ লক্ষ টাকার প্রতারণা করেছেন।

পুলিশ জানাচ্ছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতেন ওই যুবতী। অভিনেত্রীর আর্থিক লেনদেনের বিষয়টি তিনিই দেখতেন। আর সেই সুযোগেই ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে তিনি আলিয়ার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা হাতানোর বলেই অভিযোগ। পরে বিষয়টি নজরে আসে অভিনেত্রীর মায়ের। তিনিই পুলিশের দ্বারস্থ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =