ক্ষমা চেয়ে আপ ছেড়ে ফের কংগ্রেসে  আলি মেহেদি

দল বদলের কয়েক ঘণ্টার মধ্যেই একেবারে ১৮০ ডিগ্রি পরিবর্তন। দিল্লি পুরসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের আপের বিপুল জয়ের পরেই দুই জয়ী কাউন্সিলরকে নিয়ে আপ ছাড়লেন আলি মেহেদি। শুক্রবার দিল্লি কংগ্রেসের সহ সভাপতি আলি মেহেদি যোগ দেন আম আদমি পার্টিতে। আর এর কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমতো ক্ষমা চেয়ে পুরনো দলে ফিরছেন বলে ভিডিয়ো ট্যুইট করতে দেখা যায় আলি মেহেদিকে। এই ভিডিও পোস্ট হয় রাত প্রায় দেড়টা নাগাদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রীতিমতো হাত জোড় করে ওই নেতা বলছেন বড় ভুল করে ফেলেছিলেন। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘একদিন’।

সূত্রে খবর, শুক্রবার ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে আম আদমি পার্টিতে  যোদ দেন দিল্লি কংগ্রেসের সহ সভাপতি আলি মেহেদি। সঙ্গে উত্তরপূর্ব দিল্লির দুই জয়ী কংগ্রেস কাউন্সিলর মুস্তফাবাদের শাবিলা বেগম, ব্রিজপুরীর নাজিয়া খাতুন ছাড়াও স্থানীয় এক কংগ্রেস নেতা আলিম আনসারিও আপ-এ যোগ দেন। আর এই দলত্যাগের ফলে ২৫০ আসনের দিল্লি পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা নয় থেকে কমে দাঁড়ায় সাতে। এরপই যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ মনু সিং নিশানা করে পালটা ট্যুইটে আলি মেহেদি-কে ‘আস্তিনের সাপ’ বলে কটাক্ষ করেন। টাকা নিয়ে দল বদলের অভিযোগও তোলেন। এরপরেই রাত প্রায় দেড়টা নাগাদ তৈরি হয় এই নাটকীয় পরিস্থিতি। ভিডিও ট্যুইট করে কংগ্রেসে ফেরার ঘোষণা করতে দেখা যায় আলি মেহিদিকে।  ভিডিও-তে তাঁকে এ বলতে শোনা যা, বড় ভুল করে ফেলেছিলেন। অনুগামী কাউন্সিলরদেরও একই রকম ভিডিও প্রকাশ করতে বলেন। ঘণ্টা খানেক পর আরও একটি ট্যুইটে আলি মেহেদি দাবি করেন, তাঁরা সকলেই ফের রাহুল গান্ধির নেতৃত্বেই কাজ করবেন। ভিডিওতে আরও তিনজনকে হাজির করেন এই নেতা। দাবি করেন, তাঁদেরও দলে টানতে চেয়েছে আপ।

প্রসঙ্গত, দিল্লি পুরসভা নির্বাচনে ২৫০ আসনের মধ্যে ১৩৪ আসন পেয়েছে আম আদমি পার্টি। সেখানে বিজেপি  পেয়েছে ১০৪ আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 16 =