রাম মন্দির গুঁড়িয়ে মসজিদ বানানোর হুমকি আল কায়দার

রাম মন্দির গুঁড়িয়ে মসজিদ বানানোর হুঁশিয়ারি আল কায়দার। আর এই হুঁশিয়ারিকে কেন্দ্র করেই ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, ২০২৪ সালের ১ জানুয়ারিই খুলে যাবে অযোধ্যার রাম মন্দির। আর তারপরেই আল কায়দার এমন হুমকি। আল কায়দার নিজস্ব পত্রিকা ‘ঘাজওয়া-এ-হিন্দ’ -এই তাদের এহেন হুমকি দিতে দেখা গিয়েছে।

গোয়েন্দাদের ধারণা, এই লেখার পিছনে এমন কেউ রয়েছে যে ভারতীয় ঘটনাবলির সঙ্গে ভালভাবে পরিচিত। পাশাপাশি ভারতীয় মুসলিমদের জন্য ‘ধর্মনিরপেক্ষতা’ কথাটি অর্থহীন বলেও দাবি করা হয়েছে ওই পত্রিকায়। বলা হয়েছে, ভারতে হিন্দু ও মুসলিমের মধ্যে সুসম্পর্ক আসলে একটা ‘প্রহসন’ মাত্র। সেই সঙ্গে ভারতীয় উপমহাদেশে জিহাদের ডাকও দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি।

অনলাইনে প্রকাশিত ১১০ পাতার পত্রিকাটিতে জঙ্গি গোষ্ঠীটির তরফে বলা হয়েছে, ‘বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে তৈরি হয়েছিল রাম মন্দির। আর এবার সেটাকে ধ্বংস করে সেখানে বাবরি মসজিদ তৈরি করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =