গ্যাংস্টার আতিক খুনের বদলা নিতে ভারতে হামলার হুমকি আল কায়দার

গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ ‘শহিদ’ হয়েছেন। তাঁদের মৃত্যুর বদলা নিতে হামলা করা হবে ভারতে। এমনই হুমকি দিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা। তবে প্রত্যক্ষে না হলেও পরোক্ষে এমনই হুমকি দিয়েছে তারা। শুধু তাই-ই নয়, ভারতে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

ইদ উপলক্ষে সাত পাতার একটি পত্রিকা প্রকাশ করেছে আল কায়দা। তাতে আতিক আহমেদকে ‘শহিদ’ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও আতিক এবং তাঁর ভাই আশরফের ভূয়সী প্রশংসা করা হয়েছে ওই পত্রিকাতে। এমনকী মুসলিম ভাইবোনেদের ‘মুক্ত’ করার প্রতিজ্ঞাও করেছে জঙ্গি সংগঠনটি।

গত ১৫ এপ্রিল প্রয়াগরাজ হাসপাতালে কড়া পুলিশি পাহারায় শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছিল আতিক এবং তাঁর ভাই আশরফকে। হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দুই ভাই। সেই সময় আচমকাই সাংবাদিকদের ভিড়ে মিশে থাকা আততায়ীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রথমে আতিকের মাথায় এবং পরে আশরফকে পর পর গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিক এবং আশরফের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 4 =