২ ঘণ্টা ২৭ মিনিটের ঘণ্টার লড়াইয়ে চেনাই গেল না নোভাক জকোভিচকে। একচ্ছত্র আধিপত্য দেখিয়ে নিজের কেরিয়ারে দ্বিতীয় উইম্বলডন খেতাব জিতে নিলেন স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। ২৫ গ্র্যান্ড স্ল্যামের মালিক হওয়া হল না জকোভিচের। গতবারের উইম্বলডন ফাইনালেও জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাজ। পাঁচ ঘণ্টার ফাইনাল খেলা হয়েছিল পাঁচ সেটে।
এবারের ফাইনাল তিন সেটেই শেষ করে স্প্যানিশ তারকা। একের পর ডাউন দ্যা লাইন শট খেলে দাঁড়াতেই দিলেন না জকোভিচকে। প্রথম দুটি স্ট্রেট সেটে জকোভিচকে হারিয়ে দেন তিনি। খেলার ফলাফল ছিল ৬-২, ৬-২। তৃতীয় সেট টাইব্রেকারে গেলেও ৭-৬(৭-৪) পয়েন্টে জিতে যান আলকারাজ। এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা শুরু করেছিলেন স্প্যানিশ তারকা। প্রথম সেট জিততে ৪১ মিনিট লেগেছিল আলকারাজের।
সেন্টার কোর্টে চাপের ফাইনালে প্রথমেই এগিয়ে গিয়ে জকোভিচকে চাপে ফেলে দেন তিনি। দ্বিতীয় সেটেও কার্যত একই ছবি দেখা যায়। নিজের খোলস ছেড়ে বেরোতেই পারেননি নোভাক। তৃতীয় সেটে অ্যাটাকের পরিমাণ বাড়িয়ে কিছুটা হলেও ম্যাচে ফিরে এসেছিলেন জকোভিচ। পরপর তিন সেট জিততে হত তাঁকে। তৃতীয় সেট টাইব্রেকারে গেলে ৩-১ পয়েন্টে এগিয়ে যান কার্লোস। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে ৬-৪ করেন নোভাক। সেখান থেকে নিজের ব্যাকহ্যান্ডের ভুলে পয়েন্ট দিয়ে বসেন তিনি।
এর সঙ্গেই যবনিকা পতন, পরপর দুবার উইম্বলডন জিতে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেললেন কার্লোস আলকারাজ। উইম্বলডন ফাইনাল জিতে কাপ গেল স্পেনে।