অসুস্থতার জন্য সিরিজের বাকি দুই ম্যাচে নেই অক্ষর, ডাক পেলেন বাংলার শাহবাজ আহমেদ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি,টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে নেই অক্ষর প্যাটেল। তৃতীয় ম্যাচেও তিনি খেলতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ জানিয়েছে অক্ষর অসুস্থ। তাই সিরিজের বাকি দুই ম্যাচ তিনি খেলতে পারবেন না।
জানা গেছে, অক্ষরের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ডাক পেলেন বাংলার বাঁহাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

এটা ঘটনা, অসুস্থতার জন্য রবিবার ধর্মশালায় তৃতীয় টি,টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি অক্ষর। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢোকেন কুলদীপ যাদব। তবে অক্ষরের অসুস্থতা কী ধরনের, তা জানায়নি বিসিসিআই। ভারতীয় দলের পক্ষ থেকেও কিছু বলা হয়নি এখনও অবধি। এর আগে তৃতীয় ম্যাচের আগে ভারতীয় শিবির ছেড়ে মুম্বইয়ে ফিরে যান জসপ্রীত বুমরা। রবিবার তাঁর পরিবর্তে খেলেন হর্ষিত রানা। সিরিজের বাকি ম্যাচগুলিতে বুমরার খেলা ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। এই ঘটনার পর অক্ষরের অসুস্থতা ভারতীয় শিবিরের জন্য আরও একটা চাপ ছিল। তবে বুমরাকে নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়েছে।
খনউ এবং আমেদাবাদের ম্যাচের জন্য সোমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন শাহবাজ। দেশের হয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি,টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শাহবাজের। শেষ দু’টি ম্যাচের জন্য নির্বাচকরা ১৫ জনের যে দল ঘোষণা করেছেন, তাতে রয়েছেন বুমরাও।

শেষ দুই ম্যাচের জন্য ভারতের টি,টোয়েন্টি দল:‌ সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ,অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =