তৃণমূলের পাশে থাকার বার্তা অখিলেশের, বললেন একজোট হতে হবে

কলকাতা : তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে এবার ছিল চমক, উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছেন, ‘‘দূর পর্যন্ত দিদির দলের কর্মীরা রয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে, এই কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।

দিদি যে ভাবে খুশি হয়ে কর্মীদের সঙ্গে দেখা করছেন, এই যে নেতা এবং কর্মীদের সম্পর্ক, এটাই দলকে মজবুত করে। যে কর্মীরা শহিদ হয়েছেন, তাঁদের স্মরণ করছি আজ। সব দলের ভাগ্যে এ রকম কর্মী মেলে না, যাঁরা প্রাণ দিতে পারেন। মমতার কাছে এ রকম কর্মী রয়েছেন। কর্মীরাই দলের ভিত্তি। যে যত বড়ই নেতা হন, তিনি আসলে কর্মীই থাকেন। কর্মীরা ছোট নন, তাঁরাই বড়।’’

অখিলেশ যাদব আরও বলেছেন, ‘‘আজ আমি এখানে। এটা মনে করায় যে, দিদির মনে কর্মীদের জন্য কতটা সম্মান রয়েছেন। আজ আমি যে আপনাদের মাঝে, তা প্রমাণ করে, যে দিদি কী ভাবে শহিদদের মনে রেখেছেন। এ রকম দলের ভবিষ্যৎ আরও মজবুত হবে।’’ অখিলেশ বলেন, ‘‘আজ বিপদ অনেক বেশি। সাম্প্রদায়িক শক্তি মাথা তুলছে। দিল্লিতে যাঁরা রয়েছে, তাঁরা ষড়যন্ত্র করছেন। আপনাদের মতো মানুষ দিদির পাশে থাকলে, তিনি সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − ten =