ব্রোঞ্জ পদকের সঙ্গে অলিম্পিক কোটা প্রাপ্তি অখিল শিওরানের

পঞ্চম ভারতীয় শুটার হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকের কোটা অর্জন করলেন অখিল শিওরান। রবিবার ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে ব্রোঞ্জ পদক পান অখিল। এই পারফরম্যান্সের জেরে আগামী বছরের প্যারিস অলিম্পিকের টিকিট আদায় করে নিলেন। শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরম্যান্স ঈর্ষণীয়। এই নিয়ে পরপর দু’দিন এই মঞ্চ থেকে অলিম্পিক কোটা অর্জন করলেন শুটাররা। গতকাল ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ মেডেলিস্ট মেহুলি ঘোষ অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেন। এদিন, রবিবার ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে সাফল্য পেলেন অখিল শিওরান। মাত্র ০.১ পয়েন্টের জন্য রূপোর পদক মিস করেন অখিল। তবে অলিম্পিক কোটা অর্জন করার পর সেই আক্ষেপ মিটে গিয়েছে। তিনি বলেছেন, “এটার জন্যই এতদিন ধরে কঠিন পরিশ্রম করে গিয়েছি। আর একটু চেষ্টা করলে রূপোর পদক জিততে পারতাম। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদক এবং অলিম্পিক কোটা দুটোই জেতা খুব স্বস্তিদায়ক। অলিম্পিক তো চার বছরে একবারই আসে।” রাইফেল থ্রি পজিশনে ভারতের এটি দ্বিতীয় অলিম্পিক কোটা। প্রথমটি ছিল স্বপ্নিল কুশেল। এয়ার রাইফেলে রুদ্রাংশ পাটিল এবং ট্র্যাপে ভৌনিশ মেন্ডিরাট্টা গতবছরই অলিম্পিক কোটা পেয়েছিলেন। মেয়েদের ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগের টিম ইভেন্টে এদিন সোনার পদক আসে। রিদম সাংওয়ান, মানু ভাকের এবং এষা সিংদের টিম দ্বিতীয় স্থানাধিকারীর থেকে ১ পয়েন্টে এগিয়ে থেকে সোনা জেতে। রবিবার, দিনের দ্বিতীয় স্বর্ণপদক জিতল ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিম। এই দলে রয়েছেন অখিল চেনু, ঐশ্বরী তোমর এবং নীরজ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =