আকাশদীপও ছিটকে গেলেন, কী হতে পারে ম্যাঞ্চেস্টারের একাদশ?

সিরিজ জিইয়ে রাখার ম্যাচ। সেটা ভারতের কাছে। ইংল্যান্ডের কাছে দুর্দান্ত সুযোগ সিরিজ নিশ্চিত করার। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের কাজ যেন কিছুটা সহজই হল। সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নীতীশ কুমার রেড্ডি। ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অর্শদীপ সিং। এ বার আর এক ‘দীপ’ আকাশও ছিটকে গেলেন। চতুর্থ টেস্টে তাঁকে পাওয়া যাবে না। ক্যাপ্টেন শুভমন গিলই একথা নিশ্চিত করেছেন। বোলিং আক্রমণ নিয়ে নানা ভাবনা ভারতীয় শিবিরে। তার প্রধান কারণ, এই টেস্ট হারলে সিরিজও হাতছাড়া। সিরিজ জিইয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততেই হবে। কী হতে পারে ভারতের একাদশ? কোথায় দেখবেন ম্যাচ? ম্যাঞ্চেস্টারের আবহাওয়া থেকে পিচ রিপোর্ট, যাবতীয় তথ্য রইল।

ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড দু-দলই ফাইনাল অনুশীলন সেরে নিয়েছে। এই ম্যাচে বৃষ্টি বড় বাধা হতে পারে, তার আভাস ইতিমধ্য়েই মিলেছে। গত এক সপ্তাহের নিরিখেই যদি বলা যায়, দফায় দফায় বৃষ্টি হয়েছে। ম্যাচেও এর প্রভাব পড়বে। হতে পারে, ম্যাচ শুরুই হল দেরীতে। তাপমাত্রা থাকতে পারে ১৪-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিছুটা ঠান্ডাই বলা যায়। বৃষ্টি যেমন দেখা গিয়েছে, তেমনই রবীন্দ্র জাডেজাকে দেখা গিয়েছে সোয়েটার পরে প্র্যাক্টিস করতে।

আসা যাক পিচ প্রসঙ্গে। আর্দ্রতার কথা ভেবে বা পিচ যেহেতু বেশির ভাগ সময় কভারে রাখতে হয়েছে, প্রথম দিন পেসারদের জন্য সুবিধা থাকবে বলাই যায়। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস থাকায় পেস শক্তিশালী বোলিং আক্রমণই বেছে নেওয়ার কথা। পেস বোলিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি ছিটকে যাওয়ায় একাদশে ফিরতে পারেন শার্দূল ঠাকুর। লিডসে সিরিজের প্রথম টেস্টে খেলানো হয়েছিল তাঁকে। গত দু-ম্যাচে খেলানো হয় নীতীশকে।

পেস বোলিং আক্রমণ নিয়ে ভাবনা থাকতেই পারে। জসপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ নিশ্চিত। তৃতীয় পেসারের জায়গায় ভাবনা অংশুল কম্বোজ এবং প্রসিধ কৃষ্ণার মধ্যে কোনও একজন। প্রসিধ কৃষ্ণা এই সিরিজে সীমিত সুযোগে একেবারেই ছাপ ফেলতে পারেননি। অনেকেই বলছেন, তরুণ পেসার অংশুলকেই সুযোগ দেওয়া হোক। এই সিরিজের আগেই ইংল্যান্ডে ভারত এ দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের পরিস্থিতির সঙ্গে অপরিচিত নন। স্পিন বোলিংয়ে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন অনেক প্রাক্তনই। ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদবকে খেলানো হতে পারে।

শুধুই যে বোলিং আক্রমণ নিয়ে ভাবনা তা নয়, ব্যাটিংয়েও ভাবার জায়গা রয়েছে ভারতের। দীর্ঘ আট বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল। তিন ম্যাচে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ করুণ নায়ার। তাঁর পরিবর্তে সাই সুদর্শনকে ফেরানো হতে পারে। কিংবা অভিষেক হতে পারে অভিমন্যু ঈশ্বরণের। তবে বোলিং আক্রমণে এমনিতেই বদল করতে হওয়ায়, সার্বিক ভাবে বিশাল বড় পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার/সাই সুদর্শন/অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর/কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ/অংশুল কম্বোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =