বৃষ্টিবিঘ্নিত টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা আরও মজবুত করলেন রোহিতরা। সোমবার কানপুর টেস্টের চতুর্থ দিন পাঁচটি রেকর্ড ভাঙে ভারতীয় দল। একেবারে একদিনের ক্রিকেটের মেজাজে ব্যাট করে ভারতের ব্যাটাররা। রোহিত শর্মা, কেএল রাহুল, যশস্বী জয়েসওয়াল ঝোড়ো ইনিংস খেলেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আকাশ দীপের সংক্ষিপ্ত ইনিংস। তাঁর জোড়া ছক্কা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারে শাকিব আল হাসানের বলে জোড়া ছয় মারেন বাংলার পেসার। তার থেকেও বড় বিষয় হল, বিরাট কোহলির উপহার দেওয়া ব্যাটে ছক্কা হাঁকান আকাশ। টেলএন্ডারের শট দেখে হাসেন রোহিত। চুপ করে বসে থাকতে পারেননি কোহলিও। ড্রেসিংরুমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। যা একেবারেই বিরাটসুলভ। তাঁর দেওয়া ব্যাটে আকাশ দীপের জোড়া ছক্কা দেখে হাততালি দিয়ে ওঠেন তিনি।
কানপুরে মাত্র আড়াই দিনেই শেষ টেস্ট। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতলেও ভারতের মাটিতে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। ২-০ তে সিরিজ জিতল ভারত। বৃষ্টি এবং মন্দ আলোর জন্য প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। দ্বিতীয় এবং তৃতীয় দিন বৃষ্টির জন্য এক বলও হয়নি। চতুর্থ দিন পুরো খেলা হয়। পঞ্চম দিন মধ্যাহ্নভোজের খানিক পরেই শেষ টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৩৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে শেষ বাংলাদেশ। জয়ের জন্য ভারতের ৯৫ রান প্রয়োজন ছিল। ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।