হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। বদলে গিয়েছে, অ্যাকাউন্টের ডিসপ্লে ছবি ও নাম। সোমবার গভীর রাত থেকে বা মঙ্গলবার ভোর রাত থেকে এই অবস্থা। ডিসপ্লে হ্যান্ডেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিবর্তে লেখা রয়েছে ‘যুগা ল্যাবস’।তবে কভার ছবির কোনও বদল ঘটেনি। খবরটি নিশ্চিত করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, গোটা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটিকে ফের আগের অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে। হ্যাকিংয়ের নেপথ্যে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, ‘যুগা ল্যাবস’ আসলে মার্কিন ব্লকচেইন প্রযুক্তি সংস্থা। যা ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে থাকে।
তৃণমূল সূত্রে এও জানানো হয়েছে যে, সাইবার হানার পর অবশ্য ওই অ্যাকাউন্ট থেকে কোনও টুইট করা হয়নি। মাস কয়েক আগেই এগিয়ে বাংলা, দুয়ারে সরকার সহ পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার অ্যাকাউন্টও সাইবার হানার কবলে পড়েছিল।
এই রকম একই ঘটনা ঘটে গত ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাাউন্টের ক্ষেত্রেও। ওয়াইএসআর কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ক্রিপ্টো-কারেন্সি প্রচার চালানো হয়। বদলানো হয়েছিল দলের টুইটার অ্যাকাউন্টের ছবি ও নাম। এছাড়া ২০২২ এর অক্টোবর ও এপ্রিলে যথাক্রমে অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলেগু দেশম পার্টির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়।