ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে, মৃত ৪০

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল নেপালে। নেপালের পোখরাতে রবিবার সকালে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের এক যাত্রীবাহী বিমান। নেপাল প্রশাসন সূত্রে খবর, ৭২ আসনের ওই বিমান নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। আসার পথে পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তা ভেঙে পড়ে বলে জানান ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা। কাসকি জেলার পোখরা এলাকাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

এদিকে ইয়েতি এয়ারলাইন্স সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া ওই বিমানে ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু ছিলেন। দুর্ঘটনার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নজরে আসছে বিমানটি যেখানে পড়ে আছে সেখানে আগুন জ্বলছে। আর আশপাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দলদ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারের কাজ। এদিকে সূত্রে খবর, এই দুর্ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত  ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উদ্ধার হয়েছে ১৬ জনের দেহ, এমনটাই জানিয়েছে নেপালের উদ্ধারকারী দল জানিয়েছে। অভিশপ্ত এই বিমানে পাঁচ জন ভারতীয়ও ছিলেন বলে খবর মিলছে। রবিবারের এই বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। সূত্রে খবর, এই দুর্ঘটনার পর কাঠমান্ডু বিমানবন্দের উড়ে যান তিনি। এদিকে নেপাল সরকার বিষয়টি মোকাবিলার জন্য ইতিমধ্যেই ক্যাবিনেটের বৈঠকে ডেকেছে।

 

 

বিস্তারিত আসছে……………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =