সুইডেনে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি: আকাশে ওড়ার পর ধরা পড়ে প্রযু্ক্তিগত ত্রুটি। ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছিল। তার জেরে বুধবার ৩০০ যাত্রী নিয়ে সুইডেনের স্টকহলম বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি বিমান।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার আমেরিকার নেওয়ার্ক থেকে দিল্লিতে আসার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১০৬ উড়ানটির। তবে বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটির একটি ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ায় সেটি বন্ধ করে জরুরি অবতরণের জন্য স্টকহলম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ডিজিসিএ-র এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, স্টকহলম বিমানবন্দরে পরীক্ষার পর দেখা যায় যে ওই বিমানের ২ নম্বর ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছিল। বিমানের যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =