ফের এয়ার ইন্ডিয়া, প্রায় দু’ঘণ্টা আকাশে চক্কর, ‘ভয়াবহ’ অভিজ্ঞতা সাংসদের

নয়াদিল্লি : “ভয়াবহভাবে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম৷” রবিবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে এই বার্তা দিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে সি ‍‍বেনুগোপাল।

এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটির কারণে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী উড়ানটিকে ঘুরিয়ে দেওয়া হয়৷ চেন্নাইয়ে সেটি জরুরি অবতরণ করে৷ ওই বিমানে ছিলেন বেনুগোপাল-সহ আরও বেশ কয়েকজন সাংসদ৷

এক্স হ্যান্ডেলে বেনুগোপাল লেখেন, “তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2455 বিমানে আমি-সহ বেশ কয়েকজন সাংসদ এবং শত শত যাত্রী ছিল ৷ বিমানটি আমাদের নিয়ে ভয়াবহভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছিল।

প্রথমত বিমানটি দেরি করে যাত্রা শুরু করে৷ তারপর বিমানে যা শুরু হয়েছিল তা এক ভয়াবহ অভিজ্ঞতা। বিমান ওড়ার কিছুক্ষণ পরেই আমরা অভূতপূর্ব অস্থিরতার শিকার হয়েছিলাম। প্রায় এক ঘণ্টা পরে ক্যাপ্টেন বিমানে সিগন্যালের ত্রুটির কথা ঘোষণা করে চেন্নাইতে ঘুরিয়ে দেন৷”

তিনি জানান, “প্রায় দু’ঘণ্টা ধরে আমরা বিমানবন্দরে অবতরণের জন্য ছাড়পত্রের অপেক্ষায় আকাশে ঘুরছিলাম৷ এরপর যখন প্রথম চেষ্টায় আমাদের বিমান অবতরণ করবে সেই সময় হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হই৷ একই রানওয়েতে আরেকটি বিমান ছিল। কিন্তু সেই মুহূর্তের মধ্যেই ক্যাপ্টেনের দ্রুত অবতরণের সিদ্ধান্ত যাত্রীদের সকলের জীবনরক্ষা করেছে। দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে৷”

বিমান সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “রবিবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান AI2455৷ মাঝ আকাশে বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে বিমানটিকে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 5 =