এখনও সংকটজনক ঐন্দ্রিলা, রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে

বেঁচে থাকার ইচ্ছেকে সঙ্গী করে প্রতিনিয়ত লড়াই করছে ঐন্দ্রিলা (Aindrila Sharma) । সেই লড়াই সঙ্গী হিসেবে পাশে রয়েছে টলি পাড়ার বন্ধু থেকে সকলেই। প্রত্যেক অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনায় ভরিয়ে দিচ্ছে। বুধবার মৃত্যুর গুজব পর্যন্ত রটে গিয়েছিল, কিন্তু তা শুধুই গুজব। সকলের কথা ঐন্দ্রিলা ফাইটার, ও জিতবেই। ঐন্দ্রিলার খুব কাছের বন্ধু সব্যসাচীও এই গুজবে বিরক্ত হয়ে একপ্রকার ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে। উল্লেখ্য, বুধবার (১৬ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী, এরপর ঐন্দ্রিলাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বরং, আগের মতোই সংকটজনক রয়েছে। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ঐন্দ্রিলাকে। তার পর থেকে প্রায় দু’সপ্তাহ কেটে গিয়েছে, মাঝে অভিনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছিল। সম্প্রতি আবার অবস্থার অবনতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =