জন্মবার্ষিকীর আগে আচমকা অন্তর্ধান নেতাজির! শোরগোল

ব্যারাকপুর: ‘ফের রহস্যজনক অন্তর্ধান নেতাজির।’

হাতেগোনা আর মাত্র চার দিন। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী। স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিকের জন্মদিন উদযাপনের আগেই উধাও হয়ে গেল তাঁর আবক্ষ মূর্তি। ঘটনাস্থল ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার মানিকপীর বাজার সংলগ্ন সাধুমঠ কালি মন্দির এলাকা। নেতাজির মূর্তি উধাওয়ের বিষয়টি মঙ্গলবার সকালে নজরে আসে স্থানীয়দের। জনবহুল মানিকপীর বাজার এলাকা থেকে নেতাজির মূর্তি উধাওয়ের ঘটনায় হতচকিত বাসিন্দারা। দেশনায়কের মূর্তি উদ্ধারে এদিন বেলায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনির বাসিন্দা গৌতম সরকার। তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফেরার পথে বিষয়টি তাঁর নজরে আসে। তৎক্ষনাৎ তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানান। তারপর এদিন তিনি ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সিসিটিভির নজরদারি থাকা সত্ত্বেও, কী করে নেতাজীর মূর্তি উধাও হয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ। তিনি বলেন, ‘প্রশাসনের তদন্ত করে দেখা দরকার। ওখানে নেতাজির মূর্তি স্থাপন করা দরকার।’ ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, ‘আশ্চর্যজনক ঘটনা। এভাবে দেশনায়কের মূর্তি উদ্ধাও হলে, জনমানসে খারাপ বার্তা পৌঁছবে। এব্যাপারে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।’

স্থানীয় কাউন্সিলর সত্যেন রায়ও যথাযথ তদন্ত দাবি করেছেন। এ ঘটনা নিয়ে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের প্রতিক্রিয়া, বিষয়টি দুর্ভাগ্যজনক। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। প্রশাসন তদন্ত করে দেখছে। তবে মূর্তি উদ্ধার করতে না পারলে, তারা অবিলম্বে ওখানে নতুন মূর্তি স্থাপন করবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =