উচ্চ মাধ্যমিকে নবম খড়দার অহন পরিসংখ্যান নিয়ে গবেষণা করতে চান

রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে খড়দার রহড়া চৌধুরী পাড়ার বাসিন্দা অহন চক্রবর্তী। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলের ছাত্র অহনের প্রাপ্ত নম্বর ৪৮৮। ভবিষ্যতে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে অহন গবেষণা করতে চান। অহনের সাফল্যে খুব খুশি রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ-সহ ßুñলের শিক্ষকরা। কৃতী অহন জানিয়েছেন, আপাতত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নিয়ে ব্যস্ত আছেন। তবে ভবিষ্যতে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চান। অহনের কথায়, দিনে তিনি ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতেন। পড়ার ফাঁকে গান গাইতেন। তাঁর পছন্দের সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। জানালেন, এই সাফল্যের পিছনে অবদান রয়েছে তাঁর মা-বাবার পাশাপাশি মিশনের মহারাজ ও শিক্ষকদের। কৃতী পড়ুয়ার মা লিলি চক্রবর্তী ছেলের সাফল্যে খুশি। বললেন, ‘যদিও ছেলে আরেকটু ভালো ফলের আশা করেছিল। তবে ছেলে যা ফল করেছে ঠিকই আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =