নিজস্ব প্রতিবেদন, জামুড়িয়া: বেশ কিছু দিন থেকেই খোলা বাজারে সবজির দাম আগুন। সাধারণ মানুষের নাগালের বাইরে। সবজি কিনতে গেলে পকেট খালি হলেও থলি ভর্তি করতে হিমসিম খাচ্ছে সাধারণ মানুষ। এই বিষয়টি লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেরের সবজির দামে লাগাম টানতে গঠন করেন ট্রাক্স ফোর্স। এর পরেই রাজ্যের বিভিন্ন খোলা বাজারে হানা দেয় এই দলটি। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বাজারও।
সোমবার সকালে জামুড়িয়া ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিক, রাজ্য কৃষি দপ্তর ও জামুড়িয়া থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় বাজারে। প্রতিটি সবজির দোকান ও আলু, পি¥য়াজের গুদামে সরেজমিনে খোঁজখবর নেই। প্রতি দোকানদারের নাম ও জিনিসের দাম তালিকাভুক্ত করেন আগত দলের সদস্যরা। এদিনের অভিযানে জামুড়িয়ায় ব্লক সমষ্টি উন্নয়নের জয়েন্ট বিডিও নাজিমুল ইসলাম জানান, বাজারে দর মোটামুটি ঠিক আছে। মাছ,সবজি, আলু, পিঁয়াজের দাম সব ঠিক আছে।
এদিনের অভিযানে জয়েন্ট বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সৌগত রায় সহ জামুড়িয়া থানার একাধিক পুলিশ কর্মীরা।