তাঁকে দেখে তিনজন সিভিক পুলিশ পালালেন কেন, প্রশ্ন অগ্নিমিত্রার

কলকাতা : “আমায় দেখে তিনজন সিভিক পুলিশ ভাগ মিলখা ভাগ স্টাইলে পালালেন কেন?” সোমবার এক্স হ্যান্ডলে ৩ মিনিটের ভিডিয়ো-সহ এই প্রশ্ন করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা এবং বিধায়ক লিখেছেন, “মমতা পুলিশ বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে গিয়েছেন বাংলার মানুষ এতদিনে জেনে গিয়েছেন। না সঠিক কাজে কতটা সেটা তো বাংলার মহিলারা ও চাকরি প্রার্থীরা ঠারে ঠারে বুঝছেন।

তার উপর মাননীয়ার বাংলায় উন্নয়ন মূলক প্রকল্পগুলির মধ্যে একটি প্রকল্প এই ‘সিভিক পুলিশ’! আমার প্রশ্ন, আমি একজন মহিলা। আমায় দেখে তিনজন সিভিক পুলিশ ভাগ মিলখা ভাগ স্টাইলে পালালেন কেন? আমায় দেখে Duty শেষ হয়ে গিয়েছে? নাকি আমি যা দেখেছি তার বিষয়ে কি প্রশ্ন করতে পারি টা আন্দাজ করে? লজ্জা হয়েছে?

আজ সকালে আমার বিধানসভা আসানসোল দক্ষিণের জনসংযোগ করতে যাবার সময় দেখলাম, ঘাগরবুড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে টাকা তুলছিলেন বলে? তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন স্থানীয় ট্রাফিক থানা থেকে অজয় রায় ও বিনয় কুমার সিং। লজ্জা হয় না আপনাদের?

মহিলা নিরাপত্তা বা রাজ্যের যে কোনো আইন শৃঙ্খলা চুলোয় পাঠিয়ে, রাস্তায় ব্যারিকেড করে টাকা আদায়কে পরিকল্পিত ভাবে অর্থ উপার্জনের পথ তৈরি করে দেওয়াটাও কি শিল্প বলা যেতে পারে বা আপনার অনুপ্রেরণা মাননীয়া?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 10 =