কলকাতা: বিধানসভায় হাতাহাতি ও গন্ডগোল নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ফিরহাদের কাছে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন দিনের পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, বিজেপি-র সাত বিধায়ক অসুস্থ হয়েছেন বলে দাবি। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে। এঁরা হলেন মনোজ টিগ্গা, শিখা চ্যাটার্জী, চন্দনা বারুই, নরহরি মাহাতো, নাদির চাঁদ বারুই, ডঃ অজয় পোদ্দার ও লক্ষণ বারুই। অন্য দিকে, এই গন্ডগোলে নাক ফেটেছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি ভর্তি এসএসকেএমে।
বগটুই-কাণ্ডে উত্তাল হল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সে সময় শুরু হয় হাতাহাতি। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। উত্তেজনা এমন জায়গায় পৌঁছল যে মারপিটে জড়ালেন তৃণমূল ও বিজেপি বিধায়করা। পুরো ঘটনার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিত ভাবে অশান্তি করেছে বিজেপি। পার্থবাবুর কটাক্ষ, রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।