ক্ষোভে উত্তাল হাওড়ার ডোমজুড়ের শলপ সংলগ্ন এলাকা। সলপে জাতীয় সড়কের ধারে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির বাসিন্দারা বুধবার বিক্ষোভ দেখান কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির প্রায় একশো জন বাসিন্দা এদিন জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট, সহ নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় এমনই অভিযোগ দেখিয়ে এদিন বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা জানান, এই আবাসনে প্রায়শই বাইরের লোক ঢুকে যাচ্ছে । চুরি হচ্ছে। ফলে নিরাপত্তা হীনতায় ভুগছেন কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির বাসিন্দারা। শুধু তাই নয়, এদিন ম্যানেজমেন্ট স্টাফদের ওপরেও চড়াও হতে দেখা যায় তাঁদের। এদিন উপস্থিত সমস্ত স্টাফদের অফিস থেকে বার করে শাটার নামিয়ে দেন তাঁরা। সাটার নামিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে সূত্র মারফত জানা গিয়েছে, নিরপত্তা রক্ষীরা মাঝেমধ্যে বেতন না পেয়ে বিক্ষোভ জানায়। ওই আবাসনের বাসিন্দা দেবযানী মোদক অভিযোগ করেন, কর্তৃপক্ষ প্রতি বছর তাঁদেরকে রক্ষণাবেক্ষমে জন্য নির্মাণকারী সংস্থার ইচ্ছা অনুযায়ী ফি ধার্য করে। তাঁরা সেটাই দেন। তবে তাঁর জন্য আলাদা কোনো বিল তাঁদের দেওয়া হয় না। টাকা দেওয়ার সমস্ত প্রমাণ তাঁদের কাছে রয়েছে। যদিও কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি। পাশাপাশি এও জানান, ৩৩ হাজার আবাসিক রয়েছেন এই আবাসনে। ২৭০টি ইউনিট রয়েছে। তবু এই আবাসন চারদিক দিয়ে পাঁচিল করে ঘেরা হয়নি। যে কারণে নিত্যদিন এখানে চুরির ঘটনা ঘটে। সুরক্ষা কর্মীদের বেতন নিয়মিত দেয় না কর্তৃপক্ষ। আর সেই কারণেই প্রতি মাসে এখানে কর্মচারীরা কর্মবিরতি করেন। এতে নিরাপত্তা ক্ষতিগ্রস্থ হয়। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন এখানে পানীয় জলের সুব্যবস্থা নেই। এছাড়াও রয়েছে পরিবেশগত সমস্যাও। এদিকে এদিনের এই বিক্ষোভ নিয়ে মুকে কুলুপ নির্মাণকারী সংস্থার।