শুভেন্দুর সভার আগে ছড়াল উত্তেজনা

ডায়মণ্ড হারবার: বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে একাধিক জায়গায় পথ অবরোধ। আর এই ঘটনায় অভিযোগের আঙুল সরাসির তোলা হল তৃণমূলের দিকেই।  স্থানীয় সূত্রে খবর, হটুগঞ্জ এলাকা বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ করে রাখা হয়।  এরই পাশাপাশি বিজেপি কর্মীরা যখন বাসে চেপে সভাস্থলের দিকে আসছিলেন, সেই সময় বাসে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।  খবর কানে আসতেই সভাস্থল থেকে হটুগঞ্জের দিকে রওনা হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিকে হটুগঞ্জে আটকে দেওয়া হলে, রাস্তায় নেমে পড়েন অগ্নিমিত্রা।  এরপরই  পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়ান তিনি।

এদিকে স্থানীয় সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, এই দাবি জানিয়ে শনিবার সকাল থেকেই এই জেলার বিভিন্ন জায়গায় অবরোধ করেন শাসক দলের নেতারা। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একদিকে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, আর অন্যদিকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাও। অগ্নিমিত্রাকে দেখে  তাঁর সামনে জ্বালানির মূল্যবৃদ্ধি, কেন্দ্রের বঞ্চনার অভিযোগের কথা তোলেন তৃণমূল কর্মীরা। এদিকে কুলপি, হটুগঞ্জ এলাকায় কার্যত সরাসরি সংঘাতে নামে জোড়া ফুল এবং পদ্মফুল দুই পক্ষই।  সংঘাতের জেরে আগুনও লাগানো হয় বাইকে।

 

 

বিস্তারিত আসছে……………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 3 =