নিজস্ব প্রতিবেদন, কলকাতা:যে নারীকে অবহেলা করেছিল মহিষাসুর, সেই নারী হয়ে উঠেছিল তার মৃত্যুর কারণ। অসুরদলনী সেই দেবী আজ আমাদের কাছে পূজনীয়। অথচ দুর্ভাগ্যের বিষয়, একদিকে যে নারী দেবীরূপে পূজিতা হন, সেই নারীকেই ভ্রূণ অবস্থায় হত্যা করা হয়। কন্যাভ্রূণ হত্যা হয় বিভিন্ন জায়গায়।
আবার এই পরিবেশ বেঁচে রয়েছে গাছপালার ওপর। পরিবেশকে ধারণ করে রয়েছে যে গাছপালা, নির্বিচারে সেই সবুজ ধ্বংস করা হচ্ছে। কন্যাসন্তানকে বাঁচানো ও সবুজ রক্ষার বার্তা দিতে উত্তর কলকাতার সংহতি স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর থিম আগামীর সংকল্প।
থিমের সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হয়েছে প্রতিমা। দুর্গা এখানে অসুরদলনী সংহারক নন, তাঁর কোলে ছোট্ট সন্তান। কন্যাভ্রূণ বাঁচানো ও সবুজ রক্ষার বার্তা দিচ্ছেন তিনি। ক্লাবের উদ্যোক্তারা এই থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, প্রকৃতি ও ঈশ্বর আলাদা নন।আর নারী একাধারে কন্যা, বোন, স্ত্রী ও মা।তাই কন্যাকে যথাযোগ্য মর্যাদা ও সবুজায়ণের মাধ্যমে এক উন্নততর বিশ্ব গড়ে তোলা সম্ভব।