শান্তনু ঠাকুরের পাল্টা, বাগদায় মতুয়া বাড়িতে তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পাল্টা এবার বাগদার মতুয়া বাড়িতে তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ। বাগদার খয়রামারী গ্রামে মতুয়া পরিবারের খাওয়া দাওয়া করেন বাগদার বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। প্রসঙ্গত গত ৫ তারিখ বাগদার কুঠিবাড়ি এলাকার আদিবাসী পাড়ায় আদিবাসী পরিবারের বাড়িতে খাওয়া দাওয়া করেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এলাকার আদিবাসী পরিবারগুলির অভাব অভিযোগ শোনেন তিনি। এবার পাল্টা তৃণমূলের এই জনসংযোগ। তাই পঞ্চায়েত ভোটের আগেই গ্রামে জনসংযোগ স্বাভাবিকভাবেই পাখির চোখ তৃণমূল-বিজেপি উভয় শিবিরদের। দিন কয়েক আগে বাগদা বিধানসভার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ায় এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। আদিবাসী পরিবারে খাওয়া-দাওয়া করে মানুষের অভাব অভিযোগের কথা শুনেছিলেন। তার কয়েকদিন বাদেই শুক্রবার দুপুরে সিন্দানি গ্রাম পঞ্চায়েতের খয়রামারীতে মতুয়া বাড়িতে এসে খাওয়া দাওয়া করলেন বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন তিনি ডঙ্কা কাশী নিশান হাতে মতুয়া ভক্তদের সঙ্গে মাতেন। এলাকার বহু মানুষ বিধায়কের আসার খবর শুনে জড়ো হয়েছিল। তাদের বিভিন্ন ধরনের অভিযোগের কথা শুনে আশ্বস্ত করলেন বিধায়ক। বিশ্বজিৎ বাবু বলেন, শান্তনু ঠাকুর এই এলাকায় এসে সিএএ নিয়ে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে গিয়েছে। আমি মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে এসে সেই ভীতি কাটানোর চেষ্টা করলাম। ওনাদের জানালাম যাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে যারা ভোট দেয় সকলেই নাগরিক। ভয় পাবার কিছু নেই। এদিন মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে উঠোনে মাদুরে বসে খাওয়া দাওয়া করেন তিনি। প্রসঙ্গত সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাব ও কয়েকটি বেহাল রাস্তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সে বিষয়ে বিশ্বজিৎ বাবু বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যে দশটি বেড এবং দু’জন চিকিৎসক নিয়োগ হয়েছে আর দু’জন এলেই হাসপাতালের সমস্যা দূর হয়ে যাবে। খুব দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি বেহাল রাস্তার বিষয়ে পঞ্চায়েত প্রধান সৌমেন ঘোষের সঙ্গে কথা বলে তিনি বিধায়ক তহবিলের টাকা দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাল্টা বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, বিশ্বজিৎ বাবু জনসংযোগ কি করবে উনি বিজেপির বিধায়ক। মানুষ বিজেপিকে ভোট দেবেন। তৃণমূলের সঙ্গে আর কেউ নেই উনি বুঝে গেছে তাই মানুষের বাড়িতে গিয়ে আর লাভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =