ফের আমেরিকায় রহস্যমৃত্যু ভারতীয় ছাত্রের, প্রশ্ন নিরাপত্তার

ক্লিভল্যান্ড, ৬ এপ্রিল: ফের আমেরিকায় রহস্যমৃত্যু ভারতীয় ছাত্রের! এনিয়ে চারমাসে দশম মৃত্যু। মৃতের নাম উমা সত্য সাই গাড্ডে। নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওহাইও প্রদেশের ক্লিভল্যান্ডে মৃত্যু হয়েছে এই ভারতীয় ছাত্রের। কিন্তু কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত মাসেই আবদুল মহম্মদ নামে এক ভারতীয় ছাত্র এই ওহাইও-র ক্লিভল্যান্ড থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। তবে মুক্তিপণ চেয়ে একাধিকবার তাঁর পরিবারকে ফোন করা হয়েছিল। এরই মধ্যে ক্লিভল্যান্ডে অন্য এক ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর সামনে এল। এদিন এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে দূতাবাসের তরফে জানানো হয়, ‘ক্লিভল্যান্ডে ভারতীয় ছাত্র উমা সত্য সাই গাড্ডের হঠাৎ মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। ঘটনার তদন্ত করছে পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
চলতি বছরের প্রথম থেকেই মার্কিন মুলুকে একের পর ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর সামনে এসেছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই চার পড়ুয়ার মৃত্যু হয়। তখনই আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছিল। এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি। তার পরই গত ফ্রেব্রুয়ারি মাসে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘জাতি-ধর্ম নির্বিশেষে হিংসা মার্কিন যুক্তরাষ্ট্রে বরদাস্ত করা হবে না। প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করে চলেছেন। হিংসা রোখার চেষ্টা করছি। যারা এই হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু তার পরও প্রশ্ন উঠছে, কোথায় নিরাপত্তা?
উল্লেখ্য, গত মাসেই আমেরিকায় খুন হয়েছিলেন বস্টন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পারুচুরি অভিজিৎ নামে এক ভারতীয় ছাত্র। একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছিল ওই পড়ুয়ার দেহ। এর আগে ফ্রেব্রুয়ারি মাসে দু’জনের মৃত্যু হয়। অভিজিতের মৃত্যু ছিল নবম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twenty =