রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে নেপাল।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হয় কম্পন। তবে ভূমিকম্পের ফলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
শুক্রবার রাতের ভূমিকম্পে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৫৭। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছে বলে মনে করছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। নেপাল সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।