ফের কাঠগড়ায় বিএসএফ জওয়ান, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার ২

বাগদায় বিএসএফ (BSF) জওয়ানদের হাতে যুবতীকে গণধর্ষণের ঘা এখনও দগদগে। তারমধ্যেই স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল আরও এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, জওয়ানের মৃত স্ত্রী বছর ২৫ এর অঙ্কিতা সরকার। অভিযুক্ত জওয়ান রূপম সরকার ও তার ভাই অনুপম সরকারকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। ঘটনার পর থেকেই শাশুড়ি ও দুই ননদ পলাতক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামে। জানাগেছে বছর ৩৯ এর রূপম সরকার, ১১৮ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান। বর্তমানে কর্মরত বসিরহাটের হেমনগর কোস্টাল থানার সামশেন নগর ৪ নম্বর বিওপিতে।
মৃত অঙ্কিতার বাবা অমল তরফদারের অভিযোগ, তার মেয়ে অঙ্কিতা সরকার দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ অশান্তি, গন্ডগোল, মারধরে অভিযোগ করে আসছিল। এমনকী বিএসএফ জওয়ান স্বামী তাকে একাধিকবার মানসিক শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ। এই নিয়ে একাধিকবার দুই পরিবারের মধ্য কথা হলেও কোনও মীমাংসার পথ বের হয়নি। ফলে স্ত্রী অঙ্কিতা বাপের বাড়ি বাদুড়িয়া থানার লক্ষ্মীনাথপুর গ্রামে চলে যায়। তাকে আবার বুঝিয়ে তাকে ডেকে আনা হয় শ্বশুর বাড়িতে। গত বৃহস্পতিবার দিন বিএসএফ জওয়ান ছুটিতে বাড়িতে আসে। বাড়িতে এসেই স্ত্রীকে বেধড়ক মারধর তারপর শ্বাসরোধ করে খুন করে ঘরে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। শুক্রবার ভোররাতে বসিরহাট জেলা হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু নিয়ে দ্বিচারিতা এমনকী শ্বশুর বাড়ির লোককে ফোনে জানানোই হয়নি সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপরে ক্ষোভে ফেটে পড়ে মৃত অঙ্কিতার বাবা অমল তরফদার। জামাই তথা বিএসএফ জওয়ান রূপম ও তার ভাই অনুপম, দুই ননদ ও শাশুড়ির বিরুদ্ধে শনিবার খুনের লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই বিএসএফ জোয়ান ও তার ভাইকে শনিবার দুপুরবেলা তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। রবিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের পুলিশি হেপাজতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =