এভারেস্ট জয় করে বাড়ি ফেরা বাঙালি কন্যা পিয়ালিকে সংবর্ধনা জেলাবাসীর

মহেশ্বর চক্রবর্তী

ঘরে মেয়ে, ঘরে ফিরলেন। তবে একেবারে এভারেস্ট জয় করে ফিরলেন। তার সাফল্যে সারা দেশ তথা রাজ্য আজ গর্বিত। এই রকম এক বীর কন্যাকে সাদরে বরণ করে নিল হুগলি জেলাবাসী। এদিন হুগলি জেলার চন্দননগরের ২ নম্বর ওয়ার্ডের মেয়ে তথা এভারেস্ট জয়ী পিয়ালি বসাক ঘরে ফিরে এলেন। প্রায় আড়াই মাস পর বাড়ি ফিরলেন মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠা কন্যা পিয়ালি বসাক। এলাকা মানুষ থেকে শুরু করে আশপাশের বহু মানুষ তাঁকে স্বাগত জানায়। তাকে নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন পিয়ালি। একটি বিশেষ গাড়িতে করে শোভাযাত্রা সহকারে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় স্থানীয় মানুষ জন। এদিন চন্দননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকাবাসী তাঁকে সংবর্ধনা জানান। জানা গিয়েছে, ২২ মে রবিবার সকাল ৯টায় এভারেস্ট জয় করেন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। তবে, শুধু এভারেস্ট জয়ই নয়, তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি অক্সিজেন সাপোর্ট ছাড়াই এভারেস্ট জয় করেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে গড়েন নজির। পিয়ালি বসাকের আগে এভারেস্ট জয় করেছেন শিপ্রা মজুমদার, ছন্দা গায়েন, টুসি দাসের মতো বাঙালি মহিলা পর্বতারোহীরা। এদিন তার মা জানায়, ২০১৩ সালে কেদারনাথে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়েরও সাক্ষী ছিল পিয়ালি। কিন্তু কিছুতেই পাহাড়ের প্রতি ভালোবাসা কমেনি তার। অপরদিকে এই বিষয়ে পিয়ালি জানান, ৬ বছর বয়স থেকেই বাবা-মা তাঁকে পাহাড়ে নিয়ে যেতেন। সেই থেকেই তাঁর পাহাড়ের প্রতি টান। আর্থিক অনটন সত্ত্বেও তাঁর পাহাড়ে চড়ার নেশা অব্যাহত। আর কয়েক মাসের মধ্যেই আরও একটি শৃঙ্গ জয়ের লক্ষ্যে তিনি বেরিয়ে পরবেন। সবমিলিয়ে এভারেস্টজয়ী পিয়ালি বসাকের সাফল্যে উচ্ছ্বসিত সারা জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =