বিরাট, রোহিতের পর রবীন্দ্র, টি-টোয়েন্টি থেকে অবসর জাদেজার

মুম্বই : বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার রবীন্দ্র জাদেজাও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। অর্থাৎ দেশের হয়ে তিনি আরও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন না। রবিবার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞ হৃদয়ে, আমি টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানাচ্ছি।

গর্বের সঙ্গে ছুটে চলা অটল ঘোড়ার মত, আমি সবসময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটেও তা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন পূরণ, আমার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের শীর্ষস্থান। স্মৃতি, চিয়ার্স এবং অটল সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি জাদেজার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন। অভিষেক টি-টোয়েন্টিতে জাদেজা ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি। যেখানে ব্যাট হাতে ৭ বলে ৫ রান করেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে ৭৪টি ম্যাচে মোট ৫১৫ রান করেছেন এবং বল হাতে ৫৪টি উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 10 =